Top
সর্বশেষ

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

২৭ ডিসেম্বর, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এ ঘটনা ঘটে।

চিনকি আস্তানা রেলওয়ের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে রেললাইনের ডাউনে লেনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ওই যুবকের মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। তবে সে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে তা জানা যায়নি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলক বলেন, মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনও তার নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

শেয়ার