Top
সর্বশেষ

চট্টগ্রামে চুরি যাওয়া স্বর্ণালংকার মিলল চায়ের দোকানে

২৭ ডিসেম্বর, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে চুরি যাওয়া স্বর্ণালংকার মিলল চায়ের দোকানে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারি গলির একটি স্বর্ণের দোকান থেকে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. আমির হোসেন চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর চান্দগাঁওয়ের ওয়াসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, হাজারি লেনের উদয়ন জুয়েলার্সের লকার থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি ওজনের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক শিবপদ ধর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আজ ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- একটি চায়ের দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

 

 

শেয়ার