ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের ব্যবধানে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই সাড়ে ১৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
জানা গেছে, ডিএসইতে ২০২২ সালের শেষ কার্যদিবস পিই দাঁড়িয়েছে ১৪.০৮। আর ২০২১ সালের শেষ কার্যদিবস পিই ছিল ১৬.২৯ পয়েন্টে পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইতে পিই ২.২১ পয়েন্ট বা ১৩.৫৬ শতাংশ কমেছে।
খাতওয়ারী সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ব্যাংকিং খাতের, যার মার্কেট পিই ৭.৭৩৷মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট পিই ৯.১৫, বিবিধ খাতের মার্কেট পিই ১১.৭৭, ফুয়েল এন্ড পাওয়ার খাতের ১২.০৪, টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৫.১০, সিমেন্ট খাতের মার্কেট পিই ১৫.৮১, ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ১৭.১৩, টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৭.৩০, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ১৭.৯৬, আর্থিক খাতের পিই ১৯.১১, সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতের মার্কেট পিই ১৯.২৫, ইঞ্জিনিয়ারিং খাতের মার্কেট পিই ১৯.৯১, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতের মার্কেট পিই ২১.২৩, সিরামিক খাতের মার্কেট পিই ৩০.৬৫, আইটি-খাতের মার্কেট পিই ৩০.৮০, ট্যানারি খাতের মার্কেট পিই ৩৬.৯৯, জুট খাতের মার্কেট পিই ৬৫.৬০, পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৬৭.২১ এবং ট্রাভেল এন্ড লেইজার ২৬৬.৪৷ অপরদিকে ২০২১ সালে সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১৬.২৯৷
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস