Top
সর্বশেষ

মাগুরায় সরিষার বাস্পার ফলনের আশা

৩০ ডিসেম্বর, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
মাগুরায় সরিষার বাস্পার ফলনের আশা
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার সর্বত্র নীল আকাশের নিচে বিস্তৃীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষার ফুল। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারিদিক। বিস্তৃীর্ণ মাঠে জুড়ে ফুটে আছে হলুদ সরিষার ফুল। শীতের হাওয়ায় ফুলের সুভাস মোহিত করছে চারপাশ। চারদিকে সরিষা ফুলের সমারহে মাঠে ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য, আর সরিষা ফুলকে ঘিরে মধু আহরনে ফুলে ফুলে বসছে মৌমাছি। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলো তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি।

মাগুরা জেলার ৪ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সময় মাগুরায় ব্যাপক সরিষার চাষ হতো। সয়াবিন তেলের উপর নির্ভরতা বেড়ে যাওয়াই অনেকেই সরিষার চাষ বাদ দিয়ে অন্য চাষের দিকে ঝুঁকে গিয়েছিল। কিন্তু বর্তমানে সয়াবিন তেলের দাম অসহনীয় ভাবে বেড়ে যাওয়াই এ বছর কৃষক ঝুঁকেছেন সরিষা চাষের দিয়ে। চলতি বছর এ উপজেলায় আশানুরূপ সরিষার চাষ বেড়েছে। অনুকূল আবহাওয়া ও সরকারের বিশেষ প্রনোদনা আর ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণ বলে মনে করছেন অনেকে।

শালিখা উপজেলার তালখড়ি, ধনেশ্বরগাতী, শতখালী, আড়পাড়া, শালিখা ও বুনাগাতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বিস্তৃীর্ণ মাঠ জুড়ে সরিষার চাষ দেখা যায়। হাজরাহাটি গ্রামের কৃষক মুকুন্দ জানান, আমি এ বছর কৃষি অফিস থেকে বারি-১৪ জাতের বিজ এনে ২ একর জমিতে রোপন করেছি। পুষ্ট গাছে ফুলের আধিক্য দেখে ভাল ফলনের আশা করছি।

আড়পাড়া ইউনিয়নের পোড়াগাছি গ্রামের নির্মল বিশ্বাস জানান, গত বছর ৪ একর জমিতে সরিষা চাষে ভাল মুনাফা পাওয়ায় এ বছর আমি ৫ একর জমিতে সরিষার চাষ করেছি। গত বছরের ন্যায় এ বছরও ভাল ফলন হবে বলে আশা করছি।

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন বলেন, গত বছর উপজেলায় ৩ হাজার ৬৮৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এ বছর লক্ষ্য মাত্রা ছিল ৪ হাজার ৭৪৪ হেক্টর তবে তা আরও বেড়ে ৫ হাজার ১০ হেক্টর জমিতে চাষ হচ্ছে। ফলে গত বছরের তুলনায় চলতি মৌসুমে ১ হাজার ৩২১ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। উন্নত জাত যেমন- বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯ জাতের সরিষার চাষ হচ্ছে। তৈল জাতীয় ফসলের ৪০ শতাংশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ বছরের বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অব্যাহত থাকবে।

শেয়ার