Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

৩০ ডিসেম্বর, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা ফুটবল খেলায় গোল দেয়াকে কেন্দ্র করে সাবেক পৌর ছাত্রলীগের ১১ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাকিবকে ছাত্রলীগের নাম দারী কিশোর গ্যাংয়ের রাহিম, তুষার,সাইমুন,রাসেদ, নাহিদ, শুভ, ইমন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত করে। পরে আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় দিকে লক্ষ্মীপুর সরকারী কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।আহত সাকিব সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আটিয়াতলী গ্রামের আকাব উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত সেলিম ভূইয়ার ছেলে।

আহত নাজমুল হাসান সাকিব ও স্থানীয়রা জানায় বিজয় দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কলেজ মাঠে সদর উপজেলা ছাত্রলীগ বনাম লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগে সেমিফাইনাল ফুটবল খেলায় বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকার থেকে ৪ ঘটিকা পযন্ত চলমান থাকে এতে সাকিব একটি গোল দিলে সদর ছাত্রলীগের ফুটবল টিমের সাকিবকে টেনে হিঁচড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা করে।পৌর ছাত্রলীগে ফুটবল দলের রাহিম, তুষার,সাইমুন,রাসেদ, নাহিদ, শুভ, ইমনসহ অজ্ঞাত নামা ৫-৬ জন। পরে আহত সাকিবকে সদর হাসপাতাল দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত ভূইয়াসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী দেখতে আসেন।

এ বিষয়ে শুক্রবার লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার