Top
সর্বশেষ

পিএসপি কুরআনের আলো প্রতিভা পুরুষ্কার বিতরণ সম্পন্ন

৩১ ডিসেম্বর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
পিএসপি কুরআনের আলো প্রতিভা পুরুষ্কার বিতরণ সম্পন্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

১৫তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএসপি কুআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৩ লক্ষ্মীপুর জেলা অডিশন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

লক্ষ্মীপুর তা’মীরুল মিল্লাত হিফয মাদরাসা হল রুমেএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিএসপি কুরআনে আলো প্রতিভার সন্ধানে ২০২৩ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মাদরাসা হাপিজ ৩০ পারা ইয়েস কার্ড পেয়েছেন ৭ জন শিক্ষার্থী, ১০ পারা বিজয়ী হয়েছেন বিভিন্ন মাদরাসার ১০ জন শিক্ষার্থী। ৫ পারা বিজয়ী হয়েছেন ১০ জন শিক্ষার্থী।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, প্রধান আলোচক আলাদাদপুর রাব্বানিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাও: মাহবুবুর রহমান আল-মাদানী, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক, মুকাদ্দামাতুল কুরআন হিফয মাদরাসা গাজীপুর, হাফেজ মাওঃ আবু তাহের গুলজারী, পরিচালক, শাহী গ্রুপ এইচ এম মেজবাহউর রহমান চিশতী প্রমুখ।

পিএসপি কুরআনে আলো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর তা’মীরুল মিল্লাত হিফয মারাসার চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, সঞ্চালনায় দায়িত্বে ছিলেন, ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম বিন হোসাইন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাও শামছুউদ্দিন, পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিনসহ প্রমুখ।

পিএসপি কুরআনে আলো প্রতিভা অনুসন্ধানে ৩০ পারা ইয়েস কাড পেয়েছেন ৭ জন তার মধ্যে প্রথম স্থান অর্জন করেন ফাহিম ২য় স্থান অর্জন করেন ইয়েস কাড পেয়েছেন লক্ষ্মীপুর তা’মীরুল মিল্লাত হিফয মাদরাসা আবু রায়হান, ৩য় ইয়েস কাড পেয়েছেন খালেদ সাইফুল্লাহ।

১০ পারা গ্রুফে বিজয়ী হয়েছেন ১০ জন তার মধ্যে দারুল কোরআন ইসলামী একাডেমির ছাত্র মো:ইলিয়াছ ১ম বিজয়ী হন, ২য় স্থান অর্জন করেন লক্ষ্মীপুর তামীরুল মিল্লাত হিফজ মাদ্রাসার মো: মাহিদুল হক, ৩য় স্থান অর্জন করেন রায়পুর দারুল উলুম মাদ্রাসার মাহমুদুল হাসান।

৫ পারা অর্জন করেন ১০ জন বিজয়ী ছাত্র প্রথম অধিকার লাভ করেন নুরে মদিনা ইন্টারন্যাশন্যাল মাদরাসার ছাত্র সামিন আহম্মেদ,২ য় স্থান অর্জন করেন লক্ষ্মীপুর তামীরুল মিল্লাত হিফজ মাদ্রাসার মোস্তাক শাহরিয়ার সিফাত, ৩য় স্থান অর্জন করেন তানজীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র সাদিন আনজুম আরিফ।

কুরআন প্রতিযোগীবিজয়ীদের সনদপত্র ও ক্রেস্ট, পুরস্কার প্রধান করা হয়।

শেয়ার