Top
সর্বশেষ

১২ কেজি এলপিজির দাম কমেছে ৬৫ টাকা

০২ জানুয়ারি, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ
১২ কেজি এলপিজির দাম কমেছে ৬৫ টাকা
নিজস্ব প্রতিবেদক :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারের অস্থিরতার মধ্যে এলপিজি গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ (সোমবার) থেকেই এ দাম কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গত মাসে বিশ্ব বাজারে প্রোপেনের দাম ৬৫০ ডলার ছিল, যেটি কমে ৫৯০ ডলারে নেমেছে। একইসঙ্গে কমেছে বিউটেনর দামও।

দামের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিশ্ব বাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্জ রেটের কারণে এলপিজির দাম এদিক-সেদিক হচ্ছে। এলপিজি আমদানি করা প্রতিষ্ঠানের কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানি দলিলের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়েছে।

শেয়ার