Top
সর্বশেষ

আটক জামায়াত নেতা আতাহার আলীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : চাঁদপুর জেলা প্রশাসক

০২ জানুয়ারি, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
আটক জামায়াত নেতা আতাহার আলীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : চাঁদপুর জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক :

জামায়াত নেতা চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিংবডির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় গত ১৬ ডিসেম্বর পুলিশের উপর জামাত শিবিরের নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলীসহ ১১ জনকে আটক করে খিলগাঁও থানা পুলিশ।

নাশকতার মামলায় শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আটক হওয়ার পর তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে জানতে চাইলে চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিংবডির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এ ব্যাপারে গভর্নিংবডির সাথে আলোচনা করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে আটককৃতদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আলমগীর হোসাইন। আটককৃতদের মধ্যে ৪ জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট রাজেশ চৌধুরী। একই সঙ্গে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। রিমান্ডে নেওয়া আসামীরা হলেন, চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলী বুড়িগঙ্গা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. আব্দুল মান্নান, মো.সাইফুর রহমান ও মো. কবির।

শেয়ার