Top

বাংলাদেশে আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইইউ

২৬ মে, ২০২০ ৭:২৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ অফিস এ তথ্য জানিয়ে বলেছে, দ্রুতই এই অর্থ সহায়তা দেওয়া হবে।

মানবিক এই সহায়তা স্বাস্থ্যকর্মীদের মহামারি থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে। এর আগে ২০ মে বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় ৩৩৪ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন।

করোনা ভাইরাস মোকাবিলায় নানা খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তা, বেসরকারি খাত উন্নয়ন, স্বাস্থ্যখাতে সহযোগিতা করছে।

করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন খাতে এই ৩৩৪ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। ইউরোপীয় ইউনিয়ন মনে করে করোনা ভাইরাসের কোনো সীমানা নেই। সে কারণে বিশ্বজুড়ে এই ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ২০ বিলিয়ন ইউরোর তহবিল গঠন করেছে।

এই অর্থ দিয়ে ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাত স্থিতিশীলতার জন্য ব্যয় করা হবে।

 

শেয়ার