বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ২১৫ বারে ১৯ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৩০ বারে ১১ লাখ ৩৭ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ ২৭ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৩ বারে ১০ লাখ ৮১ হাজার ১৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজিসের ৪.২৮ শতাংশ, বিডি থাই ফুডের ৪.২৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.১৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৮৮ শতাংশ, ইজেনারেশনের ৩.৭০ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৩৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস