Top
সর্বশেষ

মিরসরাইয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক

০৩ জানুয়ারি, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক
মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ের হাদী ফকিরহাট হতে ২৬০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মিরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া হাদী ফকিরহাট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাকে।

মিরসরাই থানা সূত্রে জানা যায়, থানার এসআই মো. মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মিরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া হাদী ফকিরহাট নূর শাহ্ ফকির বাড়ীর প্রবেশ পথের সামনে মহাসড়কের উপর স্টার লাইন বাস গাড়ীর এক যাত্রীকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারী কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাটাবনিয়া গোলাল গোষ্ঠী গ্রামের কালা মিয়া বাড়ীর মো. আবুল কালামের ছেলে মোহাম্মদ শহিদুল্লাহ প্রকাশ শহিদ (৩৮)। পরে তার কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শহিদ জানায়, সে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ফেনী নিয়ে যাচ্ছিলো। মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মিরসরাই থানার মামলা নং-০১, তাং-০২/০১/২০২৩ইং।

শেয়ার