Top
সর্বশেষ

চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

০৩ জানুয়ারি, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ৯৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২ জানুয়ারি) উপজেলার বদলপুরা বৈরাগী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহিম ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে র‍্যাব জানায়, কর্ণফুলী উপজেলার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে রোববার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪শ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া এসব মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৮০ লাখ টাকা।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক যুবক কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে। এরপর এসব মাদক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার