Top
সর্বশেষ

চট্টগ্রামে ছাত্রীদের যৌন নিপীড়নে অভিযুক্ত সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

০৩ জানুয়ারি, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
চট্টগ্রামে ছাত্রীদের যৌন নিপীড়নে অভিযুক্ত সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম প্রতিনিধি :

‘যৌন হয়রানি’র অভিযোগ ওঠা কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া উত্থাপিত ‘যৌন হয়রানি’র অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সোমবার (২ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্তের অফিস আদেশে স্বাক্ষর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সচিব খালেদ মাহমুদ এবং তদন্ত কমিটি গঠনের আদেশে স্বাক্ষর করেন প্রধান শিষক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিষয়টি সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগ তদন্তে চসিকের তিন সদস্যের কমিটি কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

চসিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি বিধিমালা ২০১৯ এর ৫৫ ধারা অনুযায়ী চাকরি থেকে মো. আলাউদ্দিন হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জানা যায়, চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা। প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে সংবাদ প্রচারের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

উল্লেখ্য, রোববার (১ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ওই বিদ্যালয়ের ছাত্রীরা। দুই ঘণ্টা বিক্ষোভের পর চসিকের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়ে ওই শিক্ষককে সরিয়ে দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিকেলে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সই করা এক আদেশে অভিযুক্ত শিক্ষক মো. আলাউদ্দিনকে নগরীর দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয়েছে হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়াকে। বদলির পর এবার তাকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এর আগে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন আলাউদ্দিন। চাকরি ফিরে পেয়ে ২০১৮ সালের এপ্রিলে কাপাসগোলা স্কুলে যোগ দেন তিনি।

 

 

শেয়ার