Top
সর্বশেষ

কলাপাড়ায় এমপি মহিব নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

০৩ জানুয়ারি, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
কলাপাড়ায় এমপি মহিব নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন শ্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে সোমবার রাতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি।

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল হাওলাদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির প্রমূখ।

নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে  নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায় ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে পরাজিত করে  নাচনাপাড়া সিকদার সড়ক একাদশকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মো. জামাল আকন।

এর আগে খেলার মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ-তরুণী। এসময় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আতশবাজিতে।
অতিথিবৃন্দরা দু-দলের খেলোয়াড় বৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। প্রচন্ড শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে খেলার মাঠে।

শেয়ার