Top
সর্বশেষ

শেরপুরে বাইসাইকেল পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থী

০৪ জানুয়ারি, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
শেরপুরে বাইসাইকেল পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থী
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৩ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প‌রিষদের অ‌ডিটোরিয়াম আ‌ঙিনায় এই সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গে‌ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে এক‌টি করে বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) খৃষ্টফার হিমেল রি‌ছিলের সভাপ‌তিত্বে বক্তব্য রাখেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (এ‌ডি‌সি ) মাহমুদুল হক, উপজেলা প‌রিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সি‌দ্দিক, সহকারী ক‌মিশনার ( ভূ‌মি ) ঈফফাত জাহান তু‌লি প্রমুখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন ক্লো‌ডিয়া নকরেক কেয়া।

সাইকেল উপহার পেয়ে ষষ্ট শ্রেণির শিক্ষার্থী অ‌র্পিতা সিংহ বলেন, বা‌ড়ি থেকে স্কুলের দূরত্ব তিন কিলো‌মিটার। প্রতি‌দিন পায়ে হেটে স্কুলে যেতে হতো। এক‌টি বাইসাইকেল পেয়ে‌ছি। এখন দ্রুত স্কুলে যেতে পারবো।

ইউএনও খৃষ্টফার হিমেল রি‌ছিল বলেন, উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আগে ১৮ লাখ ৪৮ হাজার টাকার বৃ‌ত্তি দেওয়া হয়েছে।মঙ্গলবার ৬০ জন শিক্ষার্থীকে স্কুলে যেতে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৬০ টি বাইসাইকেল দেওয়া হয়েছে।

 

শেয়ার