Top

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

০৪ জানুয়ারি, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪৪৮ বারে ৩৪ হাজার ৯৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৩০ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৬১৭ বারে ১৩ লাখ ৩৭ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৪৯২ বারে ৩ লাখ ৭২ হাজার ২৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ৫.২২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৮১ শতাংশ, ইউনিক হোটেলের ৪.৪১ শতাংশ, এডিএন টেলিকমের ৪.২৫ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৮ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.১১ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.০২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার