Top
সর্বশেষ

ফসলি জমির ‘টপ সয়েল’ যাচ্ছে ইটভাটায়

০৪ জানুয়ারি, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
ফসলি জমির ‘টপ সয়েল’ যাচ্ছে ইটভাটায়
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার ভাংঙ্খা ইউনিয়নে হোগল ডহরী, গৌরী নগর দুই গ্রামে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৯ জন ট্রাক চালকের প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা করেন।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন।

তিনি বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন, ফসলি জমির মাটি কাটা যাবে না।

হোগল ডহরী কিছু অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে দিনে ও রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে ৯ ব্যক্তির ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন আরোও জানায়, ফসলি জমির টপ সয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। টপসয়েল কাটা রোধে প্রতিদিনেই বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের জরিমানা করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।

 

শেয়ার