সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৫২ বারে ১১ লাখ ৫৯ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ । কোম্পানিটি ৯৪৮ বারে ৪৬ হাজার ৩৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ৩২৫ বারে ১ লাখ ১৬ হাজার ৬২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৬ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮২ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ, সী পার্লের ৪.৬৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়র দর ৩.০২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস