Top
সর্বশেষ

তালিবানের অভিযানে ৮ আইএস সদস্য নিহত

০৫ জানুয়ারি, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
তালিবানের অভিযানে ৮ আইএস সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কাবুলে সিরিজ হামলার ঘটনায় দেশটির সশস্ত্র আরেক গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৮ যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া অভিযানে আইএসের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তালেবানের সরকারের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন।

বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বুধবার রাজধানী কাবুল এবং পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশে আইএসের সদস্যদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। আইএসের ওই সদস্যরা কাবুলের লোগান হোটেল, পাকিস্তানের দূতাবাস এবং সামরিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িত ছিলেন।

মুজাহিদ বলেন, কাবুলের অভিযানে বিদেশি নাগরিকসহ আট আইএস যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম নিমরোজ প্রদেশেও পৃথক অভিযানে আরও দু’জন আইএস যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক টুইটে তালেবানের মুখপাত্র বলেছেন, ‘লোগান হোটেল হামলায় মূল ভূমিকা পালন করেছিলেন আইএসের এই সদস্যরা। তারা (আইএস যোদ্ধারা) আইএসের বিদেশি সদস্যদের আফগানিস্তানে আসার পথ প্রশস্ত করেছিলেন।’

শেয়ার