Top

রংপুরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন

০৬ জানুয়ারি, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
রংপুরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন
রংপুর প্রতিনিধি :

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানকে নিয়ে প্রকাশিত হলো রংপুরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান বই। শুক্রবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে আইডিয়া প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও লেখক-সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন হয়।

বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, লেখক ও সংগঠক মনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক ও প্রকাশক কবি সাকিল মাসুদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রবীন জাকারিয়া ও কেয়া তালুকদার।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের আলোচক সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা কালী রঞ্জন বর্মন বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মজিবর রহমান বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই বইয়ে মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে উঠে এসেছে। যা অন্য সব বই থেকে বইটিকে আলাদা মানদণ্ড উন্নীত করেছে।

বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, রংপুরের ইতিহাস সংগ্রামের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তাঁদের ইতিহাস সংরক্ষণ করা দরকার। প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে।

জেলা প্রশাসকড. চিত্রলেখা নাজনীন বলেন, নতুন প্রজন্ম মহাকাশ জানার বিষয়ে অনেক বেশি কৌতুহলী হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে কিছুটা অমনযোগী। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আরও আগ্রহী করে তোলার ক্ষেত্রে পরিবারসহ সকলকে ভূমিকা রাখতে হবে।বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের জীবনী নির্ভর বই প্রকাশের ক্ষেত্রে এটি একটি সাহসী উদ্যোগ। রেজাউল করিম মুকুল তাঁর বক্তব্যে বলেন, রংপুরের আন্দোলন সংগ্রামে যে কয়েকজন মানুষের নেতৃত্ব পর্যায়ে নাম

জানা যায়, মজিবর রহমান তাঁদের একজন। যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসে বইটি নতুন সংযোজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুম হাসান, ড. শাহ সুলতান তালুকদার, কবি মাহবুবা লাভীন, শিক্ষক ও লেখক শাহিনা সুলতানা, ফিরেদেখা’র সভাপতি এমাদউদ্দিন আহমেদ, কবি বাদল রহমান, ড. মাহমুদুল আলম, কবি হেলেন আরা সিডনী, রওশন আরা সোহেলী, ময়নুল হোসেন, আল-আমিন ইসলাম, পূর্ণিমা রানী, রাজেন দাশ, নাহিদা ইয়াসমিন, নীল রতন সরকার, ডা. এজেডএম মোতাখখারুল ইসলাম হৃদয় প্রমুখ। এছাড়াও রংপুর জিলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের লেখক, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার