Top
সর্বশেষ

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

০৭ জানুয়ারি, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে শীতকালীন গাঙচিল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারী) রাতে শহরের নয়ানীবাজারস্থ গাঙচিল কার্যালয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জেলা সমন্বয়ক কবি নুরুল ইসলাম মনি দাদু ভাই।

এসময় গাঙচিল সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে এ সাহিত্য আড্ডায় অন্যান্য কবিদের মধ্যে সিনিয়র কবি রাবিউল ইসলাম, কবি জান্নাতুল রিকসনা, কবি হাসান শরাফত, কবি এমএইচ মুকুল, কবি খালিদুর রহমান, কবি সালমা শৈলী, নাহিদা সুলতানা ইলা, জান্নাতুল ফেরদৌস মিশু, রোমেল খান, রোমান, সাংবাদিক কাজি মাসুম ও জাহিদ হাসান, শিশু জেনিফা, সাবিহা, রাফসান, প্রমূখ উপস্থিত ছিলেন।

এছড়া আড্ডায় উপস্থিত কবি-সাহিত্যিকদের পাশাপাশি শিশুরাও কবিতা পাঠ ও আবৃত্তি করেন।

শেয়ার