Top

আ’লীগের নতুন কমিটি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

০৭ জানুয়ারি, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ
আ’লীগের নতুন কমিটি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সামাধিতে যান। শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও ফাতেহা পাঠ শেষে প্রধানমন্ত্রী দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বিকেলে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবে এ যৌথসভা। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় নবগঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপি/এএস

শেয়ার