Top
সর্বশেষ

রানার অটোমোবাইলসে চাকরির সুযোগ

০৭ জানুয়ারি, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
রানার অটোমোবাইলসে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক :

রানার অটোমোবাইলস পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কার ওয়াশরুম ম্যানেজমেন্ট, ডিরেক্ট সেলস, ইলেক্ট্রনিক্স শোরুম, এমএফসিজি সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়সসীমা ২৪-৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স পারফরমেন্স, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড ও বছরে তিনবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

 

আবেদনের শেষ তারিখ : ২৬ জানুয়ারি, ২০২৩

শেয়ার