Top
সর্বশেষ

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

০৭ জানুয়ারি, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি :

ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইমসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ জানুয়ারি) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল বশর আজিজী।

সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানি, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন রাজি,সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, জেলা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইকবাল হোসেন তালুকদার, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ প্রমুখ।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. সেলিম হোসাইন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে ঘোষণা করা হয়।

 

শেয়ার