Top
সর্বশেষ

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ক্যাম্পেইন

০৮ জানুয়ারি, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ক্যাম্পেইন
ফরিদগঞ্জ প্রতিনিধি :

ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ইউনিয়নের লক্ষীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শমশির আহাম্মেদ প্রমূখ।

উল্লেখ্যঃ কাম্পেইন উপলক্ষে গ্রাহকেরা তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করে এবং ভূমি সেবা দোরগোড়ায় পেয়ে সরকারের ভূয়সী প্রশংসা করেন।

ক্যাপশনঃ ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

শেয়ার