কুড়িগ্রামের চিলমারীতে রাসেদুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উলিপুর উপজেলার সাদুল্লা তবকপুর এলাকার মৃত নজির হোসেনের ছেলে।
থানা সূত্র বলছে, গতকাল রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মালেক মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০পিস ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান বলেন, গতকাল রাতে আসামীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা করে আজ কারাগারে পাঠানো হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক, জুয়া এসবের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান করে যাচ্ছে।