Top
সর্বশেষ

হাজীগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও

০৯ জানুয়ারি, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
হাজীগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

রাতের আঁধারে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর।

রবিবার রাতে হাজীগঞ্জ রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুঃস্থ ও অসহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণ কালে ইউএনও রাশেদুল ইসলাম তানজীর বলেন, প্রধানমন্ত্রীর একান্ত তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও হাজীগঞ্জ পৌরসভাসহ প্রতিটি জায়গায় চারশত নব্বইটি করে কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন প্রকৃতপক্ষে যারা অসহায় এবং শীতার্ত মানুষ তাদেরকে সরেজমিনে দেখা এবং একই সাথে তাদের মাঝে কম্বল বিতরণ করা ছিলো মূল উদ্দেশ্যে। যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর যেই চিন্তা-ভাবনা সেটা যেই সত্যিকারের প্রয়াশ এবং সত্যিকারের প্রয়োগ হয়। এবং মাঠ পর্যায়ে যারা অসহায় দুস্থ আছেন তারা যাতে কম্বল পায় সেটা নিশ্চিত করা ছিলো আজকের প্রধান মূখ্য।

এছাড়াও একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।

 

শেয়ার