সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৫ বারে ৬ লাখ ৮৪ হাজার ৪০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩০ বারে ৪ লাখ ৩৬ হাজার ৯৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬ বারে ৪ লাখ ৫৯হাজার ৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংকের ২.২৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১.৪৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১.৪৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৩৬ শতাংশ, বাটা সু‘র ১.১৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ০.৯৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস