Top
সর্বশেষ

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মোশাররফ হোসেনকে নিয়ে রচনা প্রতিযোগীতা

০৯ জানুয়ারি, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মোশাররফ হোসেনকে নিয়ে রচনা প্রতিযোগীতা
মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল মন্ত্রী ইঞ্জি.মোশাররফ হোসেনকে নিয়ে রচনা প্রতিযোগীতা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের ৮০ তম জম বার্ষিকী উপলক্ষে সোমবার (৯জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জসীম উদ্দিন, সার্কেল এএসপি ইফতেখার হাসান, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, উপজেলা ছাত্রলীগের মাসুদ করিম রানাসহ ছাত্রলীগ নেতৃতৃন্দ প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হল পরিদর্শক করেন।

রচনা প্রতিযোগীতার প্রধান সমন্বয়ক মো.মহসিন জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী রচনা প্রতিযোগীতায় অংশ নেয়। মঙ্গলবার মিরসরাই স্টোডিয়ামে প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা এবং পুরুষ্কার বিতরন করা হবে।

উপজেলা ছাত্রলীগরে সভাপতি মাসুদ করিম রানা বলেন, মুক্তিযোদ্ধা ইজ্ঞিনিয়ার মোশাররফ হোসেন শুধু একজন রাজনীতিবিদ নয়। তিনি মিরসরাই উন্নয়নের রূপকার। এমন নেতার জীবনি বতর্মান প্রজম্মকে জানাতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে।

শেয়ার