Top
সর্বশেষ

চোখের নিচের ফোলাভাব দূর করার ঘরোয়া উপায়

১০ জানুয়ারি, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
চোখের নিচের ফোলাভাব দূর করার ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক :

ছুটির দিন পেয়ে একটু বেশি ঘুমালেন। উঠে আয়নায় তাকাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখের নিচটা কেমন যেন ফুলে আছে। এদিকে আর কিছুক্ষণ পরেই শুরু হবে জরুরি মিটিং। নিজেকে ভালো দেখানো চাই।

সাধারণত রাতে ঘুম কম হলে চোখের নিচে ফোলাভাব দেখা যায়। কিছু ঘরোয়া টোটকা মেনে এটি দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক চোখের নিচের ফোলাভাব দূর করার উপায়-

 

শসা

বাড়িতে শসা আছে? এই উপদানটিই কাজে লাগান। শসার এমন গুণ আছে যা চোখের নিচের ফোলাভাব দূর করে। এতে প্রদাহনাশক উপাদানও রয়েছে যা ত্বককে আর্দ্র করে তুলতে সাহায্য করে। পাতলা করে কেটে শসার স্লাইস চোখের নিচে দিয়ে রাখুন। কিছুক্ষণের মধ্যে ফোলাভাব দূর হবে।

ঠান্ডা টি ব্যাগ

চা খাওয়ার পর টি ব্যাগ ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করতে পারেন। এটি চোখের ফোলাভাব দূর করতে কাজ করে। ত্বকের প্রতিটি কোষ সজীব রাখতে দারুণ কাজ করে এই টি ব্যাগ। ফ্রিজে রাখা ঠান্ডা টি ব্যাগ চোখের নিচে দিয়ে রাখুন। ফোলাভাব দূর হবে সহজেই।

বরফ

হাতের কাছে আর কিছু না থাকলে ভরসা রাখুন বরফে। এক টুকরো বরফের সাহায্যে এই সমস্যার সমাধান করা সম্ভব। একটি সুতি কাপড়ে বরফ জড়িয়ে চোখের নিচে ভালো করে বুলিয়ে নিন। কিছুসময় পর ফোলাভাব কমে আসবে।

চোখের ফোলাভাব নিয়ে দুশ্চিন্তা না করে এই উপায়গুলো কাজে লাগান। তবে সুস্থ থাকতে পরিমিত ঘুমও প্রয়োজন।

 

শেয়ার