Top
সর্বশেষ

নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

১০ জানুয়ারি, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
নোয়াখালী প্রতিনিধিঃ :

নোয়াখালীতে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে ২ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফতাব রামপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের ছেলে জুয়েল (২৪) এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ইমন (২৩)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা পাঁচ বছর আগে মারা যায় এবং মা অন্যত্র বিয়ে করে। এরপর থেকে ভুক্তভোগী ও তার এক প্রতিবন্ধী বোনসহ তাদের ঘরে বসবাস করে আসছে। তার প্রতিবন্ধী বোন অসুস্থতার কারণে খালার বাড়ি চলে যায়। এই সুযোগে স্থানীয় জুয়েল গত ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি রাত সাড়ে নয়টা ও ১০টার দিকে কৌশলে বসত ঘরে ঢুকে জোরপূর্বক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। গত ৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে জুয়েলের সহযোগীতায় ইমন কিশোরীকে মুঠোফোনে কল দিয়ে দরজা খুলতে বলে। ভুক্তভোগী ভয়ে দরজা খুললে তাকে মুখ চেপে ধরে বসত ঘর থেকে তুলে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর নিকটতম কোন আত্মীয় না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা হয়েছে।পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

 

শেয়ার