সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮৩৩ বারে ২৫ লাখ ৪৩ হাজার ৯৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৯২৩ বারে ৩৯ লাখ ৮৪ হাজার ৫৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ৯৬৪ বারে ৩৬ লাখ ১০ লাখ ৯৩ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা সিএনজির ৭.০১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫ শতাংশ, বিডিকমের ৪.৬৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪.৩৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ এবং মুন্নু এগ্রোর শেয়ার দর ৩.৫৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস