সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩৫ বারে ১০ লাখ ১৯ হাজার ২৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সী পার্লের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৮১ বারে ৭ লাখ ৪৫ হাজার ৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৭৭ বারে ৫ লাখ ৯৬ হাজার ২২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১.২২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১ শতাংশ, জুট স্পিনার্সের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ০.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ০.৯৯ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ০.৯৯ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ০.৯৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস