Top
সর্বশেষ

প্রশিক্ষণকালে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১০ জানুয়ারি, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
প্রশিক্ষণকালে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ
চট্টগ্রাম প্রতিনিধি :

রাঙামাটির কাউখালীতে বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে এক কনস্টেবলের গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-আকবরশাহ থানার মিনু আরা বেগম, বাকলিয়া থানার অভি বড়ুয়া ও সুমন কান্তি দে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, উপজেলার বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে ট্রেনিং চলাকালে এক কনস্টেবল মেশিনগানের গুলি ছুড়েই জ্ঞান হরিয়ে ফেলেন।

এতে তিন কনস্টেবল গুলিবিদ্ধ হন। এক নারী কনস্টেবলসহ গুলিবিদ্ধ তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ বিষয়ে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বেতবুনিয়ায় অনুশীলনের সময় গুলিবিদ্ধ হন ৩ পুলিশ সদস্য। তাদের বেতবুনিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতে-পায়ে গুলি লেগেছে। পরীক্ষা-নিরীক্ষা করে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

 

শেয়ার