Top
সর্বশেষ

কেন্দুয়ায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদের ভবন

১০ জানুয়ারি, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
কেন্দুয়ায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদের ভবন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদের চার তলা বিশিষ্ট সম্প্রসারিত ভবন।

সোমবার ( ৯ জানুয়ারী) বিকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাবী জালাল, স্থানীয় ঠিকাদার রিয়াজ উদ্দিনকে উক্ত ভবন নির্মাণের লেআট এর কাজ বুঝিয়ে দেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকালে স্থানীয় ঠিকাদার রিয়াজ উদ্দিন বলেন, সোমবার বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের লেআউট বুঝিয়ে দিয়েছেন। আমার সাইডে মালামাল রয়েছে অমি অচিরেই কাজ শুরু করব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদের চার তলা বিশিষ্ট সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য স্থানীয় ঠিকাদার রিয়াজ উদ্দিনকে লেআউট বুঝিয়ে দেয়া হয়েছে। ভবন নির্মাণের স্থলে কিছু গাছ রয়েছে তা অচিরেই কর্তন করার ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার