Top
সর্বশেষ

শেরপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১০ জানুয়ারি, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
শেরপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে আওয়ামীলীগ এক র‍্যালী বের করে।

র‍্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগের পক্ষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে দুপুর দুইটার সময় শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব পুষ্প স্তবক অর্পণ করেন।

পুষ্প স্তবক অর্পণশেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু।

 

শেয়ার