রেসের ঘোড়ার মত দিন মাস গড়িয়ে
একটি বছর কেটে গেলো কত দ্রুত
কবরের উপরে দেয়া পলিথিনের আবরণ
এখনো রয়েছে অক্ষত
মৃতের নাম লেখা সাইনবোর্ডটির রঙ
হয়নি এখনো বিবর্ণ
কবরের উত্তর দক্ষিণে বপন করা
গাছ দুটোও তেমন বেড়ে উঠেনি
কিন্তু সময়ের হিসেবে জানান দেয়
মাটির দেহটা হয়ত এতোদিনে নিশ্চিহ্ন
এইতো জীবন, ১৯৫০-২০২২
জীবনটা কত ছোট
মাটির দেহ, মাটিতেই আবার শেষ
অল্প সময়ের মাঝেই সব ফুরালো
জানুয়ারি ১১/০১/০২২
প্রাণপ্রিয় আব্বার বিদায়কাল
পরম করুণাময়ের নিকট পার্থনা
তোমার রুহুটার স্থান যেনো হয় ইল্লীনে