Top
সর্বশেষ

সোনাগাজীতে আ’লীগ কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন তরুণীর ভাংচুর

১০ জানুয়ারি, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
সোনাগাজীতে আ’লীগ কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন তরুণীর ভাংচুর
ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে ছকিনা আক্তার (২০) নামের এক তরুণী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

পুলিশ ঐ তরুণীকে আটক করেছে। তবে আটক ছকিনা আক্তারের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। গত কিছু দিন ধরে তিনি অসংলগ্ন আচরণ করছেন। ছকিনা আক্তার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া এলাকার মৃত নুরুল আমিনের মেয়ে। ছকিনার স্বামী সৌদি আরবপ্রবাসী। ছয় মাস ধরে স্বামীর সঙ্গে সৌদি আরবে ছিলেন ছকিনা। গত সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে ছকিনা আক্তার হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ের দেয়ালে টানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী ওরফে নাসিমের ছবি ভাঙচুর করেন।

এ সময় কার্যালয়ের টেবিলের ওপর রাখা দুটি কাচের গ্লাসও ভেঙে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে দলীয় নেতা-কর্মীরা ছকিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনার পর ছকিনার মা হাসিনা বেগম আওয়ামী লীগের কার্যালয় ও সোনাগাজী মডেল থানায় যান। এ সময় হাসিনা বেগম তার মেয়েকে মানসিক ভারসাম্যহীন দাবি করে এ সংক্রান্ত কিছু চিকিৎসাপত্র পুলিশকে দেখান। হাসিনা বেগম বলেন, ছকিনাকে কুমিল্লার নাঙ্গলকোটের একটি মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। গত শনিবার বিকেলে ছকিনা বাড়িতে থেকে বেরিয়ে যান। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত সপ্তাহে ছকিনা সৌদি আরব থেকে একা দেশে ফিরেছেন। এর পর থেকেই অসংলগ্ন আচরণ করছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান জানান, ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে যান। প্রাথমিকভাবে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই তরুণীকে মানসিক ভারসাম্যহীন দাবি করা হচ্ছে। এ সংক্রান্ত চিকিৎসাপত্রও দেখানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ওই তরুণী যদি সত্যিই মানসিক ভারসাম্যহীন হন, তাহলে দলের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করবেন না। তবে যদি কোনো ষড়যন্ত্র বা ওই তরুণী সুস্থ ও সজ্ঞানে ভাঙচুর করে থাকেন, তাহলে তিনি বাদী হয়ে মামলা করবেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ছকিনার চিকিৎসাপত্র সংযুক্ত করে তাঁর মা থানায় লিখিত আবেদন করেছেন। প্রাথমিক তদন্তে ছকিনা মানসিকভাবে অসুস্থতার প্রমাণ পেয়ে তাকে মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার