Top
সর্বশেষ

রামগঞ্জ গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

১১ জানুয়ারি, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
রামগঞ্জ গ্রামীণ ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্মআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল চাঁদপুর জোন শাখার গ্রামীণ ব্যাংক। বুধবার বেলা ১২ ঘটিকায় দিকে রামগঞ্জ গ্রামীণ ব্যাংক কার্যলয়ে এ গ্রামীণ ব্যাংকের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন

রামগঞ্জ এরিয়া ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, সোনাপুর রামগঞ্জ শাখা এরিয়া ম্যানেজার মো:আলা উদ্দিনসহ শাখা সহকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে আলা উদ্দিন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। দেড় শতাধিক অসহায় গরীব সাধারণ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

বিপি/এএস

শেয়ার