Top
সর্বশেষ

চট্টগ্রামে ২২০ কনটেইনার পচনশীল পণ্যের ধ্বংস কার্যক্রম শুরু

১১ জানুয়ারি, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে ২২০ কনটেইনার পচনশীল পণ্যের ধ্বংস কার্যক্রম শুরু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আমদানি হওয়া ২২০ কনটেইনারে থাকা মাছের খাদ্য, আদা, ফল, মাছ, মাংসসহ সাত পণ্যের ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিনে ২৫ কনটেইনার পণ্য ধ্বংসের লক্ষ্য কাস্টমসের।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের মধ্যম হালিশহর আনন্দ বাজার বেড়িবাঁধ এলাকার বে-টার্মিনালের সামনে পণ্যগুলোরর ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে পড়ে থাকা ২৬ লটে ২২০ কনটেইনার পণ্য রয়েছে। এরমধ্যে বন্দরের রেফার্ড ও ড্রাই কনটেইনার রয়েছে ২২টি ও বিভিন্ন অফডকের রয়েছে ১৯৮টি। এসব কনটেইনারে আদা, ফল, সরিষা বীজ, মাছের খাদ্য, মাছ ও মাংস রয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বলেন, মধ্যম হালিশহর আনন্দ বাজার বেড়িবাঁধ এলাকার বে-টার্মিনাল সামনে পরিবেশ সম্মত উপায়ে পণ্যগুলো ধ্বংস করা হচ্ছে। প্রতিদিন ২০ থেকে ২৫ কনটেইনার ধ্বংস করা হবে। বন্দর, কাস্টমস, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আশা করছি ১০ দিনের মধ্যে সব কনটেইনারে থাকা নষ্ট হওয়া সব পণ্য মাটি চাপা দেয়ার কাজ শেষ হবে।

এর আগে চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে থাকা ২৬টি বিএল নম্বরভুক্ত পণ্যচালান ধ্বংস তালিকায় অন্তর্ভুক্ত করে কাস্টমস। বিএলভুক্ত পণ্যচালানগুলোর বিপরীতে আমদানিকারকের কোন মামলা, আপত্তি বা নিষেধাজ্ঞা আছে কিনা তা খতিয়ে দেখতে সাতদিন সময় নেয় কাস্টমস কর্তৃপক্ষ।
এ বিষয়ে গত ৩ জানুয়ারি একটি চিঠিও ইস্যু করে কাস্টমস কর্তৃপক্ষ। সাতদিন শেষে আজ থেকে পচে যাওয়া পণ্যগুলোর ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে।

আগামীকাল ১২জানুয়ারি। বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী নিবার্চন উপলক্ষে কলাম।

শেয়ার