রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লাকুসহ ১০ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে করাগারে পাঠিয়েছে আদালত।
রংপুর জেলা ও দায়রা জজ আদালত- ১ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে বুধবার দুপুরে জামিন চেয়ে আবেদন করলে তিনি তা না মঞ্জুর করেন। মেট্রোপলিটন আদালতের পরিদর্শক ফারুক খলিলি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, একটি মামলায় তারা উচ্চ আদালতে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে জামিন চেয়ে হাজিরা দেন তারা।
গ্রেপ্তার নেতারা হলেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আকিপুল ইসরাম মনু, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদকমাহমুদুল হাসান রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদত, মহানগরছাত্রদলের সহসভপতি রোমান হাসান, মহানগর ছাত্রদলের সাবেক মোকচেনুল আরেফিন রুবেল,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুনতাসির মামুন মুন্না,পীরগাছা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আল আমিন, ফজলু ও জুনায়েদ।