Top
সর্বশেষ

নোয়াখালীর চাটখিলে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

১২ জানুয়ারি, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
নোয়াখালীর চাটখিলে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে দলের নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ ও ফরম পূরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী সহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার