ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ১৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৮৭ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির৮০ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৬৫ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬০ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস