Top
সর্বশেষ

ভুল ইংরেজির কারণে ট্রোলের শিকার নায়িকা শুভশ্রী

১৪ জানুয়ারি, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
ভুল ইংরেজির কারণে ট্রোলের শিকার নায়িকা শুভশ্রী
বিনোদন ডেস্ক :

শক্তিশালী স্পেনকে হারিয়ে হকি বিশ্বকাপ শুরু করেছে ভারত। স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত ভারতীয় নাগরিক। নিজ দেশের এই জয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের মুখে পড়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শুভশ্রী ইংরেজিতে ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’লেখেন। এই ভুল ইংরেজির কারণে ট্রোলের শিকার তিনি।

এক নেটিজেন লেখেন,ওয়ার্ল্ডস কাপ! হে ঈশ্বর, ইংরেজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টার দরকার নেই তো।’ কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেন। তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন, এমন অভিযোগ আনেন তারা।

যদিও যাদের উদ্দেশ্যে শুভশ্রীর এই বার্তা, তারা ধন্যবাদ জানাতে ভোলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং মন্তব্যের ঘরে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ।’

তবে ভুল ইংরেজি বলার জন্য এই প্রথম ট্রোলড হলেন না শুভশ্রী। দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল,আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম। সেবারও তার ভুল ধরে শুরু হয়েছিল ট্রোলিং।

 

শেয়ার