Top
সর্বশেষ

সিটিস্কেপ লাইফস্টাইলে দুবাইভিত্তিক কোম্পানির বিনিয়োগ

১৪ জানুয়ারি, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
সিটিস্কেপ লাইফস্টাইলে দুবাইভিত্তিক কোম্পানির বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক :

সিটিস্কেপ লাইফস্টাইল ব্র্যান্ডের ‘হ্যাপিনেস কনসেপ্ট’ প্রসূত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতিতে এক কোটি দিরহাম বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বেসরকারি উদ্যোগ দ্য এসেনশিয়াল এফজেডসি এলএলসি।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের পাম জুমাইরার ওয়েস্টিন হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দ্য এসেনশিয়াল এফজেডসি চেয়ারম্যান মোহামেদ মুরাদ ও সিটিস্কেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারোয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এরপর এসেনশিয়াল এফজেডসির পক্ষ থেকে সিটিস্কেপ ইন্টারন্যাশনালের হাতে এক কোটি দিরহামের চেক তুলে দেওয়া হয়।

দ্য এসেনশিয়াল এফজেডসির চেয়ারম্যান মোহামেদ মুরাদ এ দ্বিপক্ষীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ সহযোগিতা দুই দেশের জন্যই পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।
সিটিস্কেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সরোয়ার বলেন, এ বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

বাংলাদেশে সিটিস্কেপ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটিস্কেপ ইন্টারন্যাশনাল পরিবেশবান্ধব নির্মাণে অঙ্গীকারবদ্ধ। স্মার্ট উদ্ভাবন, ইকো-রিসোর্ট, স্বাস্থ্য ও কল্যাণ, শিক্ষা ও জলবায়ুভিত্তিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করছে তারা।

শেয়ার