Top
সর্বশেষ

ফরিদগঞ্জে ইট ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা

১৪ জানুয়ারি, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ইট ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা
শিমুল হাছান, ফরিদগঞ্জ :

চাঁদপুরের ফরিদগঞ্জে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অবৈধভাবে ভ্রম্যমান আদালত পরিচালনা হয়েছে। এসময় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বালিথুবা (পূর্ব) ইউনিয়নের বালিথুবা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক সুজন।

এ সময় বালিথুবা এলাকার মা রহমত ব্রিক ফিল্ডকে লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরে সঠিকনিম না মানায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এদিকে এ অভিযানের পর স্থানীয় মানুষের দাবী, এ উপজেলার পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারসে প্রায় ২০টি অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।

শেয়ার