Top
সর্বশেষ

শেরপুরে প্রেমিক অন্যত্র বিয়ে করায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

১৪ জানুয়ারি, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
শেরপুরে প্রেমিক অন্যত্র বিয়ে করায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
শেরপুর প্রতিনিধি :

প্রেমিক অন্যত্র বিয়ে করায় তরুণী প্রেমিকা বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকের বাড়িতে।শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লার আব্দুস সাত্তারের বাড়িতে ওই ঘটনা ঘটে।

ওই ঘটনায় প্রেমিক আব্দুস সাত্তারের ছেলে জাসরুল ইসলামসহ বাড়ির লোকজন গাঁ ঢাকা দিয়েছে। ওই তরুণী (২২) উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামের বাসিন্দা ও শ্রীবরদী সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই তরুণীর মা-ও তার সাথে অবস্থান করছেন। এ ঘটনা নিয়ে শহরে উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা।

ওই তরুণী জানায়, প্রায় এক বছর আগে প্রেমিক জাসরুল ইসলামের সাথে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলে প্রায় এক বছর। এক পর্যায়ে প্রেমিক জাসরুল ইসলাম অন্যত্র বিয়ে করায় তিনি বাধ্য হয়ে শুক্রবার বিকালে তার মাকে সাথে নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। ওই ঘটনায় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওই তরুণীর মা জানান, জাসরুল ইসলাম তার মেয়ের সাথে প্রায় এক বছর যাবত মনে দেয়া-নেয়া করে আসছে। সম্প্রতি বিয়ের কথা বলে সে তার মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। অন্যত্র বিয়ে করায় তিনি মেয়ের সাথে এসে অবস্থান করছেন।

এদিকে এ ঘটনার সম্পূর্ণ অস্বীকার করে প্রেমিক জাসরুল ইসলামের বাবা আব্দুল সাত্তার জানান, ঘটনাটি সাজানো। তারা তার ছেলেকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই তরুণী এই বাড়িতে অবস্থান করছেন।

এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর শাজাহান কবির বলেন, ওই তরুণী আর জাসরুলের মধ্যে সম্পর্ক ছিল বলে একসাথে কয়েকটি ছবি দেখিয়েছে। এখন ছেলে পক্ষের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

শেয়ার