সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যান ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৮৩ বারে ১৮ লাখ ৫১ হাজার ৬৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৮ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি কম অনলাইনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৪১৬ বারে ৩৬ লাখ ৮৪ হাজার ৮৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ৫৬১ বারে ২ লাখ ৭৫ হাজার ৪৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৮.৬৭ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৭.৭৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.৭০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস