Top

পল্লী বিদ্যুতের কম্বল দিয়া এখন আরামে দিন কাটবে

১৫ জানুয়ারি, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
পল্লী বিদ্যুতের কম্বল দিয়া এখন আরামে দিন কাটবে
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গা পাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে লাঠি ভর দিয়ে কম্বল নিতে আসেন ৬০বছরের ছকিনা আক্তার। তিনি বলেন, এই ঠান্ডায় খুব খারাপ অবস্থা। কাপড়ের অভাবে রাত কাটাতে পারি না। নিজেরও অর্থ সম্পদ নাই যে একটা কম্বল বা শীতের কাপড় কিনি। এখন আরও সিরসিরি বাতাস খুব ঠান্ডা লাগে প্রধানমন্ত্রীর দেয়া ঘরে কোন রকম রাত কাটাই। আজকে পল্লী বিদ্যুতের স্যার একটা কম্বল দেইল। পল্লী বিদ্যুতের এই কম্বল দিয়া এখন আরামে দিন কাটবে।

উত্তরের ছিন্নমূল মানুষ যখন শীতে যবুথবু, ঠিক সেই মুহুর্তে মানবতার ফেরিওয়ালা হয়ে দাড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতি। নিম্ন আয়ের অসহায় ছিন্নমূল মানুষদের শীত নিবারণে কম্বল বিতরণ করছে প্রতিষ্ঠানটি। শনিবার দুপুরে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ডাঙ্গা পাড়ায় অসহায় ও হতদরিদ্র ৩’শ মানুষের হাতে কম্বল তুলে দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রক ( অর্থ ও হিসাব) মোঃ হোসেন পাটোয়ারী।

রবিবার জলঢাকার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে ও নীলফামারী সদরের খোকশাবাড়ি ইউনিয়নের ছিন্নমূল মানুষের হাতে ৫’শ কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম সুলতান নাসিমুল হক, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোখলেছার রহমান, এজিএম প্রশাসনিক বিপ্লব কুমার বর্মন, এজিএম.এমএস মতিউর রহমানসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মোঃ হোসেন পাটোয়ারী বলেন, সরকারের সফলতার অংশ হিসেবে নাম মাত্র বিলে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও তিনি বলেন, উত্তর অঞ্চলে শীতে অসহায় মানুষের পাশে দাড়াতে কাজ করছে পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতি। এ সময় দেশকে আরও উন্নত করতে সকলেরর সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর অনুরোধও করেন তিনি।

 

শেয়ার