Top

গত বছরের তুলনায় এ বছর বোরো চাষে কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হবে

১৬ জানুয়ারি, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
গত বছরের তুলনায় এ বছর বোরো চাষে কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হবে
রংপুর প্রতিনিধি :

গত বছরের তুলনায় এ বছর বোরো চাষে রংপুর অঞ্চলের কৃষকদের অতিরিক্ত খরচ গুনতে হবে প্রায় ১শ ৭২ কোটি টাকা। ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় শুধু সেচেই খরচ বাড়বে ১৫ কোটি ২০ লাখ টাকা। এছাড়া ও সার,কিটনাশক ও মজুরির খরচ বাড়ায় প্রতি বিঘা জমিতে বোরো উৎপাদনে বাড়তি খরচ হবে সাড়ে ৪ হাজার টাকা।

দেশের মানুষের চালের ৬০ ভাগ জোগান আসে বোরো মৌসুম থেকে। আর এই চালের জোগানের প্রায় অর্ধেকের বেশি যায় উত্তরাঞ্চল থেকে। তবে গত বছরের মাঝামাঝিতে ডিজেলের দাম বৃদ্ধি আর এ বছরের শুরুতে বিদ্যুতের দাম বাড়ায় গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে বোরো উৎপাদনে খরচ বাড়ছে কৃষকের। রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ফজলু মিয়া জানান, এখন বোরোর জমি তৈরিতে সময় কাটছে। তবে ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় এবার সেচ খরচে বাড়তি টাকা যোগান দিতে হবে। আর এতেই বাড়বে উৎপাদন ব্যায়।

কৃষকরা জানান, গত বোরো মৌসুমে প্রতিবিঘা জমিতে সেচের খরচ ছিলো ১২শ টাকা এবার ১৬০০ টাকা। বীজ প্রতি কেজি ২০০ এবার ৩৫০ টাকা। এছাড়াও জমি তৈরি ৯০০ থেকে ১৩০০,সার খরচ ২০০০ থেকে ৩৫০০, কিটনাশক ৬০০ থেকে ১০০০, ধান রোপন ১০০০ থেকে ১৫০০, ধান কাটাই ৩০০০ থেকে ৪০০০ টাকা। সাথে যুক্ত হবে জমির ভাড়া ৫০০০ টাকা। সে হিসেবে গত মৌসুমে এক বিঘা জমিতে বোরো উৎপাদনের খরচ ছিলো ১৪,৯০০ টাকা। আর এ বছর তা দাঁড়াবে ১৯,৪৫০ টাকায়। অর্থাৎ বিঘায় খরচ বাড়ছে ৪হাজার ৫শ ৫০ টাকা। রংপুর অঞ্চলে বিদ্যুৎ চালিত গভীর সেচ পাম্প –৬২ হাজার ৭৫৩টি অগভীর ২ লাখ ৪৯ হাজার ৭৭৪ ডিজেল চালিত গভীর ৩ শত ৩২টি অগভীর -১৭ হাজার ২ শত ৭১৮টি। বোরো ধান সেচ নির্ভর হওয়ায় উৎপাদন খরচের একটি বড় অংশ ব্যায় হয় সেচে। কৃষি বিভাগের তথ্যমতে রংপুর অঞ্চলে বিদ্যুৎ চালিত গভীর – অগভীর সেচ পাম্পের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৫শ ২৭ টি এবং ডিজেল চালিত সেচ পাম্পের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৩০ টি। শুধু সেচেই কৃষকের ব্যায় বাড়বে প্রায় ১৬ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বোরো চাষে অতিরিক্ত সেচ লাগে। সেচ দিতে যেন পানির অপচয় না হয় সেজন্য আমরা কৃষকদের লক্ষ্য রাখতে বলেছি। সেই সাথে আমাদেরও যে সুষম সারের ব্যবহারে উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্যও কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। খরচ কমাতে কৃষকদের পরিমিত সেচ এবং নিয়ম মেনে সার ও কিটনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে ।

জাতীয় কৃষক সমিতি রংপুরে সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি জানান,কৃষি ক্ষেত্রে প্রান্তিক,বর্গা আর গরীব কৃষকেরা প্রধান। তাদের হাতে কিন্তু পয়সা নেই। সরকারের উচিৎ সরাসরি মাঠে গিয়ে তাদের একটি তালিকা করে বিশেষ প্রণোদোনার ব্যবস্থা করা। তারা যেন সেই প্রণদোনা পায়। তা হলে উৎপাদন ধারাটা সচল রাখা সম্ভব হবে।চলতি বোরো মৌসুমে রংপুর অঞ্চলে বোরে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫ লাখ ৭ হাজার হেক্টর। এখন পর্যন্ত রোপন হয়েছে সড়ে ৪ হাজার হেক্টর জমিতে।

 

শেয়ার